-- নির্ঝর চক্রবর্তী
ঐতিহাসিক যুগের রোমসাম্রাজ্যে সে হয়ত ছিল
জীবন্মৃত ক্রীতদাস I
বহতা সময়ধারার প্রতিটি অধ্যায় থেকে
সে সংগ্রহ করতে চেয়েছিল অক্সিজেন I
আজও পাহাড়ের চড়াই উতরাই কম্পিত
তার নিস্তব্ধ পদস্পর্শে I
প্রকৃতির অনন্য ছোঁয়ায়
দূরের চাবাগানের সৌন্দর্যে
রোমাঞ্চিত উন্মনা মানসলোক বাকহীন,
পাহাড়ের কোলে গড়ে ওঠা
সমৃদ্ধ নগরে রঙিন স্বপ্নিল জগৎ
বিচিত্র পশ্চিমি দুনিয়ার দোলায় দোদুল্যমান I
রসদ জোগানেরও অভাব নেই;
আরো অনেকের মত সেও আছে,
তার হাড়, চামড়া, একটা প্রাচীন জীবন,
তার অস্থিমজ্জার দহনে তৈরী ব্ল্যাকবোন I
আমিও আছি, দর্শকের মঞ্চে I
যেকোন ঘটনারই তো দর্শক থাকা দরকার,
যারা গুজব ছড়াবে,
সবাইকে গল্প বলবে,
যে গল্প যুগে যুগে
লোকমুখে বিবর্তিত হবে;
বেঁচে থাকবে দার্জিলিং,
তার চাবাগান,
পাহাড়ের অসংখ্য রেস্টুরেন্টে সঞ্চিত বিনোদন I
আর নততলে কচ্ছপের মত হেঁটে চলা দেহটা,
সে বিবর্তিত হয়ে
জীবাশ্মতে পরিনত হবে I
==============================================
ঐতিহাসিক যুগের রোমসাম্রাজ্যে সে হয়ত ছিল
জীবন্মৃত ক্রীতদাস I
বহতা সময়ধারার প্রতিটি অধ্যায় থেকে
সে সংগ্রহ করতে চেয়েছিল অক্সিজেন I
আজও পাহাড়ের চড়াই উতরাই কম্পিত
তার নিস্তব্ধ পদস্পর্শে I
প্রকৃতির অনন্য ছোঁয়ায়
দূরের চাবাগানের সৌন্দর্যে
রোমাঞ্চিত উন্মনা মানসলোক বাকহীন,
পাহাড়ের কোলে গড়ে ওঠা
সমৃদ্ধ নগরে রঙিন স্বপ্নিল জগৎ
বিচিত্র পশ্চিমি দুনিয়ার দোলায় দোদুল্যমান I
রসদ জোগানেরও অভাব নেই;
আরো অনেকের মত সেও আছে,
তার হাড়, চামড়া, একটা প্রাচীন জীবন,
তার অস্থিমজ্জার দহনে তৈরী ব্ল্যাকবোন I
আমিও আছি, দর্শকের মঞ্চে I
যেকোন ঘটনারই তো দর্শক থাকা দরকার,
যারা গুজব ছড়াবে,
সবাইকে গল্প বলবে,
যে গল্প যুগে যুগে
লোকমুখে বিবর্তিত হবে;
বেঁচে থাকবে দার্জিলিং,
তার চাবাগান,
পাহাড়ের অসংখ্য রেস্টুরেন্টে সঞ্চিত বিনোদন I
আর নততলে কচ্ছপের মত হেঁটে চলা দেহটা,
সে বিবর্তিত হয়ে
জীবাশ্মতে পরিনত হবে I
==============================================
Footnote: 1998/ 1999! Darjeeling! After a hectic tour with my graduation hostel friends of Jalpaiguri Government Engineering College, I was standing on the roof of my hotel, watching high hills, green plateau, and the wavy roads. Millions of people were walking through the ups and downs; And I saw the man on that road….carrying a big refrigerator on his back…his body was bend, almost parallel with the curves of the road. That old man…..whose hard life really touched me! When every politician (national, state and local hill politician) is playing with the people of great hill of Darjeeling, nobody actually care the people of this great mountain. How an old man like him is still carrying this heavy burden on his back? Why?