--------নির্ঝর চক্রবর্তী
মেঘের ওপর থেকে সাঁঝবেলার পৃথিবীটাকে
কখনো কখনো একরাশ মেঘ দানবীয় উচ্ছাসে
গ্রাস করে নিচ্ছিল আমার মনকে,
আবার কখনো পালকের মত হালকা মেঘের
ভেলায় ভেসে বেড়াচ্ছিলাম প্রজাপতি হয়ে I
ভেতরে
তখন
একমুঠো
ব্যস্ততা
I
ফেরিওয়ালা
মেয়েদের
ভদ্রস্ত
আবেদন,
পাশের জনের ঠোঁটে
এককাপ সোনালী চায়ের চুমুক I
বাইরে
মেঘের
ঐপারে
ভেসে
ওঠে
একটা
মন
খারাপ
করা
সন্ধ্যা
I গঙ্গার বুকে ভেসে যাওয়া ভাঙ্গা পালের নৌকা I
ভাঙ্গাচোরা মসজিদ থেকে ভেসে আসা
সন্ধ্যার আজান I
কিছু ধুলোমাখা ছেলের
সাইকেলের চাকা ঘুরিয়ে ছুটে যাওয়া I
আর অজস্র জলের একসাথে আছড়ে পড়ার
অক্লান্ত শব্দ I
আকাশ
থেকে
নেমে
আলোকিত
দেশী
বিদেশী
মুখের
মধ্যে
থেকে
বেরিয়ে
হঠাৎ অন্ধকারের সামনে দাঁড়িয়ে
একবুক নিশ্বাস নিয়ে চোখ বুজে দেখি
সাইকেলের চাকা, জলের আছড়ে পড়া,
মৌলবীর পবিত্র কন্ঠস্বর, আর আমাকে I
সুন্দর জগতের বেমানান এক আমাকে,
যে মুক্ত এই অন্ধকারের জগতে,
নৌকার ভাঙ্গা পালের হাওয়াতে,
ধুলোমাখা ছেলেদের ভিড়ে,
গঙ্গাতীরের মন খারাপ করা সন্ধ্যাতে I