ছোট্টো সোনা,নাগরদোলা
দুলছে সোনা, হরবোলা
পাখির ডাকে সন্ধে বেলা
আকাশ জুড়ে রঙ খেলা।
চড়ুই শালিখ দুপুর বেলা
উঠোন পারে জমছে মেলা l
মাছরাঙ্গাটি করছে খেলা
নদীর জলে ভাসিয়ে ভেলা l
মুনিয়া পাখি লেজটি তুলে
রাজধানীতে দিল্লি চলে l
দোয়েল ফিঙে সবাই মিলে
তাজমহলের গল্প বলে।
ছোট্টো সোনা, পাখির বাসা
বাবুই দিদির ভালোবাসা
জোনাকিদের নিত্যি আসা
আলোর ছটায় নতুন আশা।
(for My sweet twin baby girl ~ Munia & Chhoto )
December 2015