Friday, September 12, 2025

জোনাকি

 

কাল রাতে জোনাকি এসে 
নতুন আলো এনেছিল আমার জন্যে | 
হাত ধরে আমাকে নিয়ে গিয়েছিলো 
রুকরুকার তীরে |
রুকরুকা এখনো আগের মতোই আছে,
বদলায় নি এতটুকুও |
এখনো সময়ের সাথে পাল্লা দিয়ে 
লুকোচুরি খেলে ,
আর কলকল শব্দে বাতাসের সাথে 
গল্প করে চলে |
আমাকে দেখে এক মুহূর্ত থমকে গিয়ে ,
মুচকি হেসে বললো , 
'তুমি বদলে গেছো অনেক !
আমি কিন্তু বদলায় নি |
আজও আমি তোমায়.....'
ওর কথা শেষ হবার আগেই 
এক দামাল হাওয়া ছুটিয়ে নিয়ে 
চলে গেলো আমার পুরোনো দিনের 
রুকরুকা কে |
চা বাগান চিনতে পেরে 
মদেশীয় গন্ধে চারিদিক ভরিয়ে দিয়ে
আমাকে অভিবাদন জানিয়েছিল |
চাবাগানের থমকে যাওয়া সময়ের মধ্যে 
ছুটে চলে গেলো একটা রেলগাড়ি |
চমকে গিয়ে তাকিয়ে দেখি 
আবছা একটা মুখ জানলার ধারে বসে 
মিলিয়ে গেলো |
আমি হাত তুলে চিৎকার করে ডাকলাম,
"এই তুমি! চিনতে পেরেছো আমায় !
আমাকে কি দেখতে পেয়েছো !"
প্রজাপতিরা তখন চিনতে পেরে ডাক দিলো ,
পেছন ফিরে দেখি 
একঘর আলো ! 
জোনাকি তখন মুচকি হেসে বললো ,
"দেখো আমি সূর্য হয়ে গেছি !
তুমিও যাও , বদলে ফেলো নিজেকে ,
নতুন দিনের নতুন মানুষ হয়ে |"


No comments:

Post a Comment