Wednesday, June 29, 2011

গাঁয়ের শেষে পাঠশালা


            নির্ঝর চক্রবর্তী

গাঁয়ের শেষে পাঠশালা
ঘরটি তার আটচালা
ছাত্ররা সব হরবোলা
মুখে তাদের নেই তালা I

হেডমাস্টার পতুবাবু
গোলগাল কমলালেবু
ঘুমেই শুধু হাবুডুবু
অঙ্ক দিলেই হ'ন কাবু I

স্কুল বসে দশটা দশে
গ্রাম থেকে ছেলেরা আসে,
খেলতে তারা ভালবাসে,
লাঠির ভয়ে পড়তে বসে I

পতুমাস্টার ঘুম দিলে
পড়ার কথা যায় ভুলে,
ডানপিটে সব ছেলেপিলে,
মেয়েদের মন পুতুলে I

সবাই বলে "চল পালা"
চারটেয় পড়বে তালা,
ছুটির পর আরো খেলা
গাঁয়ের শেষে পাঠশালা I

Tuesday, June 21, 2011

একরাশ কালো কালো ধোঁয়া

                       নির্ঝর চক্রবর্তী

একরাশ কালো কালো ধোঁয়া I
কল কারখানা থেকে  উড়ে উড়ে
                     ভেসে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

চোখ কান মুখ বুজে
জামা প্যান্ট শার্ট গুঁজে
অফিসের পথে হেঁটে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

নগরের সভ্যতা আমাদের গৌরব
ধোঁয়াসার অনন্য অদ্ভূত সৌরভ
কোথায় হারিয়ে গেল শাল শিশু মহুয়া,
চারিদিকে একরাশ কালো কালো ধোঁয়া I