Monday, October 13, 2014

বর্ণহীন

কোনো এক রঙিন বন্ধু একবার বলেছিল
আমার জীবন অর্ধেক অতীত ও অর্ধেক ভবিষ্যত,
তাই আমি এক বর্ণহীন ক্যানভাস, এক বর্তমানহীন ধূসর মানুষ I 

এ এক মজার জিনিস,
বর্ণপ্রেমীদের বর্ণহীণতার প্রতি লাগামহীন অনীহা I 

অনেক ছোটবেলায় হাজারদুয়ারীর মাঠে খেলতে খেলতে 
হঠাত্ বৃষ্টি নেমেছিল বিকেলবেলায় I 
ভিজিয়ে দেওয়া বৃষ্টির পর 
আকাশজোড়া এক রামধনু উঠেছিল I 
দেখলে চোখ জুড়িয়ে যায় I 
এত রঙের সমাহার দেখে আনন্দে 
রং তুলি নিয়ে বসে গিয়েছিলাম I 
সব রং মিলিয়ে তৈরী করতে চেয়েছিলাম 
আমার স্বপ্নের রঙিন ক্যানভাস I 
কিন্তু সব রং মিলিয়ে থমকে গিয়েছিলাম কিছুক্ষণ I 
হারিয়ে গিয়েছিল আমার সব রং 
এক অদ্ভূত বর্ণহীনতায় I 
আমার ভালোলাগার বর্ণহীনতা,
আমার ভালবাসার বর্ণহীনতা,
আমার বর্তমানহীন জীবনের বর্ণমালা,
যার নাম বর্ণহীনতা I