Monday, April 15, 2013

Technological Advancement & Present engineering Practices in India

During March 2013, our under graduation college alumni association (The Jalpaiguri Goverment Engineering College Alumni Association) had organized a seminar. Around six months ago, the preparation was started. Being an active member of the alumni association, I was part of the preparation, and we decided to have an attractive theme like "Technological Advancement & Present Engineering Practices in India." While deciding the theme, I had studied some interesting global articles and magazine on national and societal interest for technological advancement. I just tried to summerize my thoughts on these aspects, in a presentation called "Technological Advancement & Present engineering practices in india." In the new century, the whole concept of living hood is redefining, and so is engineering. The approach towards engineering needs to be revisited. Engineering as an education and as profession needs to be relooked. Especially potential developing countries like India must redefine engineering practices to capture leverages it is getting in the new century.







Wednesday, February 13, 2013

একটা মন খারাপ করা সন্ধ্যা


                                 --------নির্ঝর চক্রবর্তী


মেঘের ওপর থেকে সাঁঝবেলার পৃথিবীটাকে
আবছা দেখতে পাচ্ছিলামি I
কখনো কখনো একরাশ মেঘ দানবীয় উচ্ছাসে
গ্রাস করে নিচ্ছিল আমার মনকে,
আবার কখনো পালকের মত হালকা মেঘের
ভেলায় ভেসে বেড়াচ্ছিলাম প্রজাপতি হয়ে I

ভেতরে তখন একমুঠো ব্যস্ততা I
ফেরিওয়ালা মেয়েদের ভদ্রস্ত আবেদন,
পাশের জনের ঠোঁটে
এককাপ সোনালী চায়ের চুমুক I

বাইরে মেঘের ঐপারে ভেসে ওঠে
একটা মন খারাপ করা সন্ধ্যা I
গঙ্গার বুকে ভেসে যাওয়া ভাঙ্গা পালের নৌকা I
ভাঙ্গাচোরা মসজিদ থেকে ভেসে আসা
সন্ধ্যার আজান I
কিছু ধুলোমাখা ছেলের
সাইকেলের চাকা ঘুরিয়ে ছুটে যাওয়া I
আর অজস্র জলের একসাথে আছড়ে পড়ার
অক্লান্ত শব্দ I

আকাশ থেকে নেমে
আলোকিত দেশী বিদেশী মুখের মধ্যে থেকে বেরিয়ে
হঠাৎ অন্ধকারের সামনে দাঁড়িয়ে
একবুক নিশ্বাস নিয়ে চোখ বুজে দেখি
সাইকেলের চাকা, জলের আছড়ে পড়া,
মৌলবীর পবিত্র কন্ঠস্বর, আর আমাকে I
সুন্দর জগতের বেমানান এক আমাকে,
যে মুক্ত এই  অন্ধকারের জগতে,
নৌকার ভাঙ্গা পালের হাওয়াতে,
ধুলোমাখা ছেলেদের ভিড়ে,
গঙ্গাতীরের মন খারাপ করা সন্ধ্যাতে I