নির্ঝর চক্রবর্তী
গাঁয়ের শেষে পাঠশালা
ঘরটি তার আটচালা
ছাত্ররা সব হরবোলা
মুখে তাদের নেই তালা I
হেডমাস্টার পতুবাবু
গোলগাল কমলালেবু
ঘুমেই শুধু হাবুডুবু
অঙ্ক দিলেই হ'ন কাবু I
স্কুল বসে দশটা দশে
গ্রাম থেকে ছেলেরা আসে,
খেলতে তারা ভালবাসে,
লাঠির ভয়ে পড়তে বসে I
পতুমাস্টার ঘুম দিলে
পড়ার কথা যায় ভুলে,
ডানপিটে সব ছেলেপিলে,
মেয়েদের মন পুতুলে I
সবাই বলে "চল পালা"
চারটেয় পড়বে তালা,
ছুটির পর আরো খেলা
গাঁয়ের শেষে পাঠশালা I