নির্ঝর চক্রবর্তী
একরাশ কালো কালো ধোঁয়া I
কল কারখানা থেকে উড়ে উড়ে
ভেসে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I
চোখ কান মুখ বুজে
জামা প্যান্ট শার্ট গুঁজে
অফিসের পথে হেঁটে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I
নগরের সভ্যতা আমাদের গৌরব
ধোঁয়াসার অনন্য অদ্ভূত সৌরভ
কোথায় হারিয়ে গেল শাল শিশু মহুয়া,
চারিদিকে একরাশ কালো কালো ধোঁয়া I
Oh God! Where is this? This is heaven on earth
ReplyDeleteIntroductory picture of the blog was taken at Arunachal Pradesh. The the waterfall is really nice....Heaven on Earth, in true sense!
ReplyDelete