Tuesday, June 21, 2011

একরাশ কালো কালো ধোঁয়া

                       নির্ঝর চক্রবর্তী

একরাশ কালো কালো ধোঁয়া I
কল কারখানা থেকে  উড়ে উড়ে
                     ভেসে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

চোখ কান মুখ বুজে
জামা প্যান্ট শার্ট গুঁজে
অফিসের পথে হেঁটে যাওয়া,
একরাশ কালো কালো ধোঁয়া I

নগরের সভ্যতা আমাদের গৌরব
ধোঁয়াসার অনন্য অদ্ভূত সৌরভ
কোথায় হারিয়ে গেল শাল শিশু মহুয়া,
চারিদিকে একরাশ কালো কালো ধোঁয়া I

2 comments:

  1. Oh God! Where is this? This is heaven on earth

    ReplyDelete
  2. Introductory picture of the blog was taken at Arunachal Pradesh. The the waterfall is really nice....Heaven on Earth, in true sense!

    ReplyDelete