Friday, August 12, 2011

বকগুলো কতদিন উড়বে ?

মাউন্ট এরেবুস আগ্নেয়গিরির
নিঃসৃত লাভার উত্তাপে
রস কমপ্লেক্সের হিমশৈল গলে যায় I
আডেলি পেঙ্গুইন রুকারি থেকে বেরিয়ে আসে I
স্টেশনের ধারে বহুদিনের মৃত গরুর কঙ্কাল
নড়ে ওঠে;
ভোরবেলা উলঙ্গ শিশুটি মাকে খোঁজে;
শকুনি তার বাচ্চাকে খাওয়ায়;
সাদা বকগুলো হলুদ রোদ মেখে
দল বেঁধে উড়ে যায় ---

বকগুলো কতদিন উড়বে ? ছেলেটি
মন দিয়ে ইতিহাস বই পড়ে ---
সিন্ধু সভ্যতা থেকে আফগানিস্তানে
তালিবান শাসন I বউটি ঘোমটা দিয়ে
দাওয়ায় বসে রান্না করে
---উচ্ছে ভাজা আর মোচার ঘন্ট I
রাত বারোটা, চৌমহনী বর্ডারে
চোরাব্যবসা জমে ওঠে,
পূর্নিমা চাঁদ, কোমল জ্যোত্স্না I

উড়ন্ত বকগুলোকে তবুও
হলুদ দেখায় কেন ?
ওরা কি সাদা হয়ে
আবার পৃথিবীতে ফিরে আসবে না ?
বকগুলো কতদিন উড়বে ?

Friday, August 5, 2011

অজ্ঞাত

মেঘের আবছা ঘোমটা সরিয়ে অভিমানী সূর্য একপলক দেখতে চেয়েছিল

তোমার ঐ বৃষ্টিভেজা চোখদুটো I

চাবাগানের আলতো হাওয়া ছুঁতে চেয়েছিল

তোমার শীতল স্পর্শ I

মাঠভরা কলমি তোমার শাড়ীর আঁচল হওয়ার স্বপ্ন দেখেছিল I

প্রকৃতি তার সমস্ত সম্পদের প্রাচুর্য্যে তোমায় ভালবেসেছিল I

এলোমেলো রাস্তায় হেঁটে চলা একদল চেনা অচেনা পুরুষের মাঝে

কৃষ্ণচূড়া সতত: তোমায় খুঁজেছিল I

রাস্তার দুধারে কদমগাছ তোমায় অভিবাদন জানাবার জন্যে

                                      অপেক্ষা করেছিল I

রুকরুকার চোরাস্রোত তোমার আগমনী বার্তায় নেচে উঠেছিল I

দলবেঁধে হেঁটে চলা মদেশীয় রমনীর পাহাড়ী সরলতা

কল্লোলিত ছন্দে তোমায় আহ্বান করেছিল I

সমগ্র পৃথিবীতে শঙ্খধ্বনি হয়েছিল তোমার অভিষেকের জন্য I


প্রেয়সী, তুমিই শুধু শুনতে পাওনি সেই শঙ্খধ্বনি I

কোনদিন জানতেও পারোনি,

চাবাগানের কোমল শ্যামলীমা তোমারই পুজারী ছিল I
__________________________________________
The spring at Jalpaiguri was excellent! The green of wavy tea garden, the red of Krishnachura tree, the violet of kolmi, the yellow of Kodom flower used to play with each other. The nature from the window of Jalpaiguri Government Engineering College hostel was a perfectly drawn landscape. The colours, the different phases of the day, the fragrance of flora and fauna used to extract the poetry of a youth, with love and affection.

Tea Garden, from the window of Jalpaiguri Government Engineering College