Friday, August 12, 2011

বকগুলো কতদিন উড়বে ?

মাউন্ট এরেবুস আগ্নেয়গিরির
নিঃসৃত লাভার উত্তাপে
রস কমপ্লেক্সের হিমশৈল গলে যায় I
আডেলি পেঙ্গুইন রুকারি থেকে বেরিয়ে আসে I
স্টেশনের ধারে বহুদিনের মৃত গরুর কঙ্কাল
নড়ে ওঠে;
ভোরবেলা উলঙ্গ শিশুটি মাকে খোঁজে;
শকুনি তার বাচ্চাকে খাওয়ায়;
সাদা বকগুলো হলুদ রোদ মেখে
দল বেঁধে উড়ে যায় ---

বকগুলো কতদিন উড়বে ? ছেলেটি
মন দিয়ে ইতিহাস বই পড়ে ---
সিন্ধু সভ্যতা থেকে আফগানিস্তানে
তালিবান শাসন I বউটি ঘোমটা দিয়ে
দাওয়ায় বসে রান্না করে
---উচ্ছে ভাজা আর মোচার ঘন্ট I
রাত বারোটা, চৌমহনী বর্ডারে
চোরাব্যবসা জমে ওঠে,
পূর্নিমা চাঁদ, কোমল জ্যোত্স্না I

উড়ন্ত বকগুলোকে তবুও
হলুদ দেখায় কেন ?
ওরা কি সাদা হয়ে
আবার পৃথিবীতে ফিরে আসবে না ?
বকগুলো কতদিন উড়বে ?

3 comments:

  1. kobita-take ki r ektu sohoj kora jeto na?

    kasturi

    ReplyDelete
  2. hats off Nirjhar da...............

    ReplyDelete
  3. hats off Nirjhar da...............

    ReplyDelete