নির্ঝর চক্রবর্তী
একটা ভোর আমি দেখেছিলাম
একটা ভোর আমি দেখেছিলাম
যে ভোরে সূর্য উঠেছিল অনেক দেরীতে
ক্লান্ত, অবসন্ন, ধুসর এক সূর্য I
একটা ভোর আমি দেখেছিলাম
যে ভোর ছিল সাঁঝবেলার মতন করুন
বিসন্ন, মায়াহীন এক সময়কাল I
একটা ভোর আমি দেখেছিলাম
একটা ভোর আমি দেখেছিলাম
যে ভোর ছিল হারানো শিশুর মতন উদভ্রান্ত
ধুলোঝড়ের মধ্যে খুঁজে বেড়ায় আপনজনকে I
একটা ভোর আমি দেখেছিলাম
যে ভোর ফেলে আসা অন্ধকারকে ভয় পায়
নতুন স্বপ্ন দেখতে ভুলে যায় I
সেই ভোরে,
ট্রেনের জানলা খুলেই দেখি নতুন স্টেশন,
অজানা ভাষায় লেখা স্টেশনের নামটা বোঝার আগেই
কোলাহল, 'গরম চায়ে' 'গরম চায়ে' --
খবরের কাগজে ফেলে আসা অন্ধকারের খবর --
শুরু হয়ে যায় নতুন দিন I
সূর্যকেও উঠতে হয় I
আবার নিয়ম মানা এক ব্যস্ততা --
ফেলে আসা অন্ধকারকে ফেলে রেখে,
নতুন নতুন সমস্যাকে জানার এক অক্লান্ত প্রয়াস --
কখন মনের মধ্যে থেকে হারিয়ে যায় অন্ধকার
নতুন সমস্যার সমাধানের তাগিদে I
সূর্য আবার মধ্য আকাশে চলে আসে, নিয়ম মেনে --
ক্লান্ত ভোরকে অনেক অনেক পেছনে ফেলে --
দিন হয় I
কিন্তু, আবার রাত হবে, আবার অন্ধকার হবে !
হোক না ! আবার ভোরও হবে I আবার দিনও হবে I
আবার সূর্য মধ্য আকাশে আসবে I রোজ আসবে I
অন্ধকারকে পেছনে ফেলে I
No comments:
Post a Comment