Sunday, October 21, 2012

কৃষ্ণ কলি

             ------ নির্ঝর চক্রবর্তী


মনোলোভা সুসজ্জিত শরত্কাল সমাগত:
শান্ত সৌম্য সুনীল আকাশ,
মৌমাছিদের নেই অবকাশ,
নদীকূল জুড়ে ঘন সাদা কাশ,
শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস I

এই মনোহর প্রাতে কৃষ্ণ কলির জন্য বেদনাহত I
শুভ্র বসন,
উদাসী নয়ন,
আশমানী তন,
শান্ত মনন 

চঞ্চল কলি কিন্তু প্রকৃতির শোভায় পুলকিত ----
ভ্রমর যেন উড়ে বেড়ায়
ডালে যায়, ডালে যায়;
সুর হারানো ছন্দে সে গায়,
যেন কোথায় বাজে সানাই I

এইভাবেই যুগ যুগান্তর ধরে
কৃষ্ণ কলির জন্যে অপেক্ষা করে I
কবে তাদের মিলন হবে?
কৃষ্ণকলির সৌরভে,
কবে মোদের ঘুম ভাঙবে?

(সবার জন্য রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা )

No comments:

Post a Comment