---নির্ঝর চক্রবর্তী
তিস্তার বুকের থেকে
বেরিয়ে এসে তুমি বলেছিলে, 'এমন ভাবে
আমিও তোমার বুকের ভেতর
দিয়ে বয়ে যেতে পারি' I
আমি জানি, তিস্তার চকচকে বালির ওপর
শতশত বছর ধরে তুমি হেঁটে গেছ I
সায়াহ্নে চরের মধ্যে দাড়িঁয়ে দেখি,
দিগন্তের নীলাভ রেখায় যেন
উড়ে যায় তোমার অশরীরী সত্তা I
ধুসর নীল আকাশের দুইপ্রান্তে
দীপ্যমান দ্বৈত্য সঙ্গীতে
প্রস্ফুটিত তোমার অম্লান মঙ্গলশ্রী I
গোধুলি সূর্যের রক্তিম আভায়
সুদীপ্ত আকাশ যেন
চন্দ্রিমার আগমনে
অসীম প্রশান্তির গান গায়--
তারই সঙ্গমরেখায় তোমার
পল্লবিনী মন্দ্যাক্রান্তা ছন্দ
আমার অসীমলোকে
স্বপ্নসম সত্যরূপে উদ্ভাসিত হয় I
(সবার জন্যে রইলো শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা )
No comments:
Post a Comment