Thursday, November 8, 2012

আমরা আশির দশকের ছোটবেলা

আমরা আশির দশকের ছোটবেলা I
আমরা হারিয়ে যাওয়া কাশফুল I
আমরা বিশ্ব জুড়ে ছুটে চলা তরঙ্গের শৈশব I
আমরা গরুর গাড়ির শেষ প্রজন্ম I
আমরা আনন্দমেলা, চাঁদমামা I
আমরা বিক্রমের পিঠে বসে থাকা বেতাল I
আমরা মাকরশা, আর পঞ্চপান্ডব I
আমরা পাকা রাস্তায় রোলার গাড়ির
পেছনে দৌড়ানো দামাল ছেলে I
আমরা চোঙলাগানো লটারির গাড়ির
বঙ্গলক্ষী সুপার I
আমরা পুজোর প্যান্ডেলে বাঁশের ওপর
জিমন্যাস্ট করা বাঁদর ছেলে মেয়ে I
আমরা চোর পুলিশ, কিত্ কিত্, ডাংগুলি I
আমরা বিজয়ার নাড়ুর লোভে
বাড়ি বাড়ি ঘোরা হ্যাংলার দল I
আমরা টিউবওয়েলে মুখ লাগিয়ে
জল খাওয়া তৃষ্ণার্ত ছোটবেলা I
আমরা রবিবারের সকালে শরশয্যায়
শুয়ে থাকা পিতামহ ভীষ্ম I
আমরা তোমার সুর, আমার সুর I
আমরা আকাশবাণীর মোহনবাগান তারাতলা ম্যাচের
বাঁশিওয়ালা I
আমরা মাঝমাঠ থেকে বল নিয়ে
ছুটে যাওয়া নীল সাদা কিংবদন্তী I
আমরা বিশ্বজয়ের স্বাদে ডুবে থাকা
খেলা পাগল ছোটবেলা I
আমরা ক্রিকেট, আমরা ফুটবল I
আমরা তিয়েনআন মেন স্কোয়ারের
প্রতিবাদী কিশোর কণ্ঠ I
আমরা হার না মানা লড়াকু
ইরাকি যুদ্ধ বিমান I
আমরা যুদ্ধ নয় শান্তি চায় মিছিলের
প্রথম মুখ I
আমরা গ্লাসনস্ত পেরেস্ত্রৈকা I
আমরা স্বপ্ন, আমরা বাস্তব I
আমরা আশির দশকের ছোটবেলা I

 

5 comments:

  1. dada..byapok hoyeche. :)
    kirshnendu.

    ReplyDelete
    Replies
    1. Thank you, Krishnendu. :-)
      This is actually some snapshot from our childhood days! :-)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ভাই দারুণ লিখেছিস।

    ReplyDelete