Saturday, November 10, 2012

Kolkata: Destination for Engineering Outsource at India





















                      
Note:
qThe presentation is made to provide some basic information and guideline about outsourcing engineering work at one of the finest city of India, Kolkata.
qAll the cost values  and information are tentative and preliminary. More detail professional study is required to investigate proper cost values for various components.

Thursday, November 8, 2012

আমরা আশির দশকের ছোটবেলা

আমরা আশির দশকের ছোটবেলা I
আমরা হারিয়ে যাওয়া কাশফুল I
আমরা বিশ্ব জুড়ে ছুটে চলা তরঙ্গের শৈশব I
আমরা গরুর গাড়ির শেষ প্রজন্ম I
আমরা আনন্দমেলা, চাঁদমামা I
আমরা বিক্রমের পিঠে বসে থাকা বেতাল I
আমরা মাকরশা, আর পঞ্চপান্ডব I
আমরা পাকা রাস্তায় রোলার গাড়ির
পেছনে দৌড়ানো দামাল ছেলে I
আমরা চোঙলাগানো লটারির গাড়ির
বঙ্গলক্ষী সুপার I
আমরা পুজোর প্যান্ডেলে বাঁশের ওপর
জিমন্যাস্ট করা বাঁদর ছেলে মেয়ে I
আমরা চোর পুলিশ, কিত্ কিত্, ডাংগুলি I
আমরা বিজয়ার নাড়ুর লোভে
বাড়ি বাড়ি ঘোরা হ্যাংলার দল I
আমরা টিউবওয়েলে মুখ লাগিয়ে
জল খাওয়া তৃষ্ণার্ত ছোটবেলা I
আমরা রবিবারের সকালে শরশয্যায়
শুয়ে থাকা পিতামহ ভীষ্ম I
আমরা তোমার সুর, আমার সুর I
আমরা আকাশবাণীর মোহনবাগান তারাতলা ম্যাচের
বাঁশিওয়ালা I
আমরা মাঝমাঠ থেকে বল নিয়ে
ছুটে যাওয়া নীল সাদা কিংবদন্তী I
আমরা বিশ্বজয়ের স্বাদে ডুবে থাকা
খেলা পাগল ছোটবেলা I
আমরা ক্রিকেট, আমরা ফুটবল I
আমরা তিয়েনআন মেন স্কোয়ারের
প্রতিবাদী কিশোর কণ্ঠ I
আমরা হার না মানা লড়াকু
ইরাকি যুদ্ধ বিমান I
আমরা যুদ্ধ নয় শান্তি চায় মিছিলের
প্রথম মুখ I
আমরা গ্লাসনস্ত পেরেস্ত্রৈকা I
আমরা স্বপ্ন, আমরা বাস্তব I
আমরা আশির দশকের ছোটবেলা I

 

Sunday, October 28, 2012

একটি সায়াহ্নে

                            ---নির্ঝর চক্রবর্তী

তিস্তার বুকের থেকে বেরিয়ে এসে
তুমি বলেছিলে, 'এমন ভাবে
আমিও তোমার বুকের ভেতর
দিয়ে বয়ে যেতে পারি' I
আমি জানি, তিস্তার চকচকে বালির ওপর
শতশত বছর ধরে তুমি হেঁটে গেছ I
সায়াহ্নে চরের মধ্যে দাড়িঁয়ে দেখি,
দিগন্তের নীলাভ রেখায় যেন
উড়ে যায় তোমার অশরীরী সত্তা I
ধুসর নীল আকাশের দুইপ্রান্তে
দীপ্যমান দ্বৈত্য সঙ্গীতে
প্রস্ফুটিত তোমার অম্লান মঙ্গলশ্রী I
গোধুলি সূর্যের রক্তিম আভায়
সুদীপ্ত আকাশ যেন
চন্দ্রিমার আগমনে
অসীম প্রশান্তির গান গায়--
তারই সঙ্গমরেখায় তোমার
পল্লবিনী মন্দ্যাক্রান্তা ছন্দ
আমার অসীমলোকে
স্বপ্নসম সত্যরূপে উদ্ভাসিত হয় I

(সবার জন্যে রইলো শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা )

Sunday, October 21, 2012

কৃষ্ণ কলি

             ------ নির্ঝর চক্রবর্তী


মনোলোভা সুসজ্জিত শরত্কাল সমাগত:
শান্ত সৌম্য সুনীল আকাশ,
মৌমাছিদের নেই অবকাশ,
নদীকূল জুড়ে ঘন সাদা কাশ,
শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস I

এই মনোহর প্রাতে কৃষ্ণ কলির জন্য বেদনাহত I
শুভ্র বসন,
উদাসী নয়ন,
আশমানী তন,
শান্ত মনন 

চঞ্চল কলি কিন্তু প্রকৃতির শোভায় পুলকিত ----
ভ্রমর যেন উড়ে বেড়ায়
ডালে যায়, ডালে যায়;
সুর হারানো ছন্দে সে গায়,
যেন কোথায় বাজে সানাই I

এইভাবেই যুগ যুগান্তর ধরে
কৃষ্ণ কলির জন্যে অপেক্ষা করে I
কবে তাদের মিলন হবে?
কৃষ্ণকলির সৌরভে,
কবে মোদের ঘুম ভাঙবে?

(সবার জন্য রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা )